Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সহকারী পরিচালকের কার্যালয়

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস

সেক্টর নং-০২, প্ল­ট নং-৬৪, হোল্ডিং নং-০৫

ঢাকা রোড, নিউমার্কেট, যশোর ।

demojessore@mail.bmet.org.bd

ক্রঃ নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তি স্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবী, ফোন নম্বর ও ই-মেইল)

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০১

কর্মী নিবন্ধন

পার্শ্বে বর্ণিত কাগজপত্রাদি পাওয়া গেলে ডাটাবেজে কর্মী নিবন্ধন করা হয়। নোটিশ/ওয়েবসাইট।

১. ছবিসহ নির্ধারিত ফরমে আবেদন

২. ভোটার আইডি কার্ড

৩. চেয়ারম্যানের প্রত্যয়নপত্র

৪. ব্যুরোর ওয়েবসাইট

ফি- ২০০/- টাকা

০১ কর্মদিবস

রাহেনুর ইসলাম

সহকারী পরিচালক

ফোন-০৪২১/৬৬৯১৬

ই-মেইলঃdemojessore

@mail.bmet.org.bd

02

বিদেশগামী কর্মীদের ফিঙ্গার প্রিন্ট

৪ নং কলামের কাগজপত্রাদির সঠিকতা যাচাইপূর্বক ফিঙ্গার প্রিন্ট করা হয়।

ডিইএমও অফিস/ওয়েবসাইট।

(বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ডিইএমও অফিস সমূহ)

বিদেশগামী কর্মীদের ভিসা, ওয়ার্ক পারমিট, পাসপোর্ট।

বিনামূল্য

--

-ঐ-

০৩

লাশ দাফনের বিষয়ে  সহায়তা প্রদান।

মৃতের লাশ আনায়নপূর্বক দেশে পৌঁছনোর জন্য ৩৫,০০০/- টাকা আর্থিক অনুদান বিমান বন্দর কর্তৃক তাৎক্ষণিক প্রদান।

লাশ দাফনের ক্ষেত্রে স্বজনদের নিকট হতে তাৎক্ষণিক মতামত সংগ্রহ করে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং মিশনকে পত্রের মাধ্যমে অবহিত করা।

বিনামূল্য

০২ কর্মদিবস

-ঐ-

০৪

মৃত্যুজনিত ক্ষতিপূরণ

মিশন থেকে প্রাপ্তি সাপেক্ষে দ্রুততম সময়ে মৃত্যুজনিত ক্ষতিপূরণের চেক মৃতের ওয়ারিশদের নিকট হস্তান্তর। পত্র মারফত অবহিত করা হয়।

১. আবেদন ২. ওয়ারিশত্ব সনদ

৩. পাওয়ার অব অ্যাটর্ণি ৪. চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন পত্র ইত্যাদি।

বিনামূল্য

১৫ কর্মদিবস

-ঐ-

০৫

মৃত কর্মীর আর্থিক সাহায্য প্রদান

মৃত কর্মীর পরিবার কর্তৃক আর্থিক অনুদানের আবেদন প্রাপ্তির পর কাগজপত্রাদি যাচাই বাছাইয়ান্তে মৃতের পরিবারকে ৩,০০,০০০/- টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়। পত্র মারফত অবহিত করা হয়।

১. আবেদন ২. ওয়ারিশত্ব সনদ

৩. পাওয়ার অব অ্যাটণি ৪. চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন পত্র ইত্যাদি।

বিনামূল্য

১৫ কর্মদিবস

-ঐ-

০৬

প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান

প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদেরকে স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। পত্র মারফত অবহিত করা হয়।

১. নির্ধারিত ফরমে ছবি ও তথ্যাদি প্রমাণকসহ আবেদন।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও ডিউএমও অফিস।

বিনামূল্য

৩০ কর্মদিবস

-ঐ-

                                                                                                                                                                                                                               ০১/০২

 

 

 

ক্রঃ নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তি স্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবী, ফোন নম্বর ও ই-মেইল)

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৭

নিরাপদ অভিবাসন সংক্রান্ত তথ্য প্রচারনা

বুকলেট, ব্রশিউর, পোস্টার, ডকুড্রামা প্রদর্শন, অভিবাসন মেলা, ডিজিটাল মেলা ইত্যাদির মাধ্যমে নিয়মিত প্রচারণা চালানো হয়।

অভিবাসন সংক্রান্ত তথ্য ডিউএমও হতে সংগ্রহ করা যাবে।

বিনামূল্য

--

রাহেনুর ইসলাম

সহকারী পরিচালক

ফোন-০৪২১/৬৬৯১৬

ই-মেইলঃdemojessore

@mail.bmet.org.bd

0৮

মানব পাচার রোধে সচেতনতামূলক প্রচারনা

বুকলেট, ব্রশিউর, পোস্টার, ডকুড্রামা প্রদর্শন, অভিবাসন মেলা, ডিজিটাল মেলা ইত্যাদির মাধ্যমে নিয়মিত প্রচারণা চালানো হয়।

অভিবাসন সংক্রান্ত তথ্য ডিউএমও হতে সংগ্রহ করা যাবে।

বিনামূল্য

--

-ঐ-

                                                                                                                                                                                                                                        ০২/০২

 

 

 

(রাহেনুর ইসলাম)

সহকারী পরিচালক

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস

যশোর।

ফোন- ০৪২১/৬৬৯১৬

 

Citizen charter