বাংলাদেশ একটি উন্নশীল দেশ । বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে বাস্তবতায় রূপ দিতে বাংলাদেশ সরকার নিয়েছে যুগান্তকারী সব পদক্ষেপ। দেশের তৃণমূল পর্যায়ে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সরকারি সেবা পৌঁছে দেবার অভিপ্রায়ে দেশের ৪৫৫০টি ইউনিয়ন পরিষদে স্থাপন করা হয়েছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার। তৈরি করা হয়েছে বিশ্বের অন্যতম বিশাল ন্যাশনাল ওয়েব পোর্টাল। কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত এ পোর্টালের সংখ্যা প্রায় ২৫০০০। দেশের সবক’টি উপজেলাকে আনা হয়েছে ইন্টারনেটের আওতায়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এ যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়নের অন্যতম মাধ্যম হিসেবে জাতীয় তথ্য বাতায়ন অগ্রজ ভূমিকা পালন করছে। এখন বাংলাদেশের মানুষ গ্রাম থেকেও জাতীয় ওয়েব পোর্টালের মাধ্যমে দেশের যে কোন অঞ্চলের সকল সরকারী অফিস ও অন্যান্য প্রতিষ্ঠানের তথ্যাদি, সেবা সম্পর্কে জানতে পারছে এবং সেবা গ্রহণ করতে পারছে। আমার মতে এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ এবং এর মাধ্যমে দেশ ও জাতি উপকৃত হচ্ছে । জাতীয় ওয়েব পোর্টালকে আরও গতিশীল ও যুগোপযোগী করার আন্তরিক প্রচেষ্টার জন্য সরকারের A2i শাখার সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস