Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অধিদপ্তর বাতায়ন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ঢাকার অধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ৮৯/২, কাকরাইল ঢাকা । এই ব্যুরোর ওয়েব সাইট নং- www.bmet.gov.bd  জনশক্তি ব্যুরোর প্রধান কার্যালয়, ঢাকায় অবস্থিত । বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কর্মসংস্থান ও জনশক্তি অফিস আছে এবং জেলা পর্যায়ে জেলা কর্মসংস্থান  ও জনশক্তি অফিস আছে।  জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের মাধ্যমে বৈদেশিক রেজিস্ট্রেশন, ফিংগারপ্রিন্ট, ভিসা চেকিং, বিদেশে মৃত কর্মীর লাশ দেশে আনায়ন, মৃত্যুজনিত ক্ষতিপূরণ ও আর্থিক অনুদান প্রদান ও কল্যাণ সংক্রান্ত কার্যাদি সহ বিভিন্ন রকমের কার্যাদি সম্পাদন করা হয়।  জনশক্তি ব্যুরোর অধীন প্রায় শতাধিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এই সকল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। যা বিদেশগামী কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে।